Aims & Objective

প্রকল্পের উদ্দেশ্যঃ

Ø  আবাসস্থল উন্নয়নের মাধ্যমে পুকুর ও ধানক্ষেতে কুচিয়া ও কাঁকড়া চাষ প্রযুক্তি উদ্ভাবন;

Ø  সমাজভিত্তিক ব্যবস্থাপনার মাধ্যমে কুচিয়া ও কাঁকড়া চাষে দেশীয় জ্ঞান সম্প্রসারণ;

Ø  কুচিয়া ও কাঁকড়া চাষ এবং ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত সকল স্টেকহোল্ডারদের সক্ষমতা বৃদ্ধি;

Ø  দরিদ্র সুফলভোগী বিশেষ করে আদিবাসীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা;

Ø   কুচিয়া ও কাঁকড়া রপ্তানীর ক্ষেত্র সৃষ্টি করা; এবং

Ø  কুচিয়া ও কাঁকড়া চাষে উন্নততর ব্যবস্থাপনা কৌশল উদ্ভাবনের জন্য পারষ্পরিক অংশ গ্রহনের মাধ্যমে জলজ ইকোসিস্টেমের উন্নয়ন।

 

প্রকল্পের লক্ষ্যমাত্রাঃ

Ø  কুচিয়া মাছ চাষ ও কাঁকড়া মোটাতাজাকরণ বিষয়ে মৎস্য অধিদপ্তরের ৯০১ জন কর্মকর্তা/কর্মচারীকে প্রশিক্ষন প্রদান;

Ø  কুচিয়া মাছ চাষ ও কাঁকড়া মোটাতাজাকরণ বিষয়ে ৭৩৬০ জন মৎস্য চাষি/ পুকুর মালিককে প্রশিক্ষন প্রদান;

Ø  প্রকল্পের আওতায় ০৭ টি চলমান সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ০২ প্রযুক্তির কুচিয়া মাছ চাষ ও ০৩ প্রযুক্তির কাঁকড়া মোটাতাজাকরণ প্রদর্শনী করা হবে এবং খামারে কুচিয়া মাছ চাষ ও কাঁকড়া মোটাতাজাকরণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে;

Ø  একটি কাঁকড়া হ্যাচারি নির্মাণ করা হবে;

Ø  প্রকল্পের প্রভাবে প্রতি বছর কুচিয়া ও কাঁকড়ার উৎপাদন ২৮৬.৬১ মে.টন বৃদ্ধি পাবে;

Ø  প্রকল্পের বাস্তবায়নের মাধ্যমে মৎস্যচাষি, মৎস্যজীবি, গরীব এবং ভূমিহীন বেকার মানুষদের সরাসরি উপার্জনের সুযোগ সৃষ্টি হবে এবং প্রায় ১০.০ লক্ষ লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রকল্প বাস্তবায়নকালে ও বাস্তবায়নের পরে সুযোগ সুবিধা ভোগ করবে।

 

বাস্তবায়নকাল:  মুল ডিপিপি অনুযায়ী: জুলাই-২০১৫ থেকে জুন-২০১৮ খ্রি.

১ম সংশোধিত ডিপিপি অনুযায়ী: জুলাই-২০১৫ থেকে জুন-২০১৯ খ্রি.

প্রকল্প বরাদ্দ:    মুল ডিপিপি অনুযায়ী: ২২৩৮.২৫ লক্ষ টাকা

১ম সংশোধিত ডিপিপি অনুযায়ী: ২৫৭৩.৯৬ লক্ষ টাকা

^